
About Course
SEO এর সম্পর্কে বাস্তব উদাহরন দিয়ে, মনের মধ্যে SEO এর একটা রোড ম্যাপ গেথে দেওয়া হবে, যেন আগামীতে SEO এর সব কিছু বুঝতে কোন সমস্যা না হয়। এস ই ও শিখে কি করতে পারবে আর কেন করতে পারবে তা বুঝিয়ে দেওয়া হবে , কোন পেইড টুলস ছাড়া ও কিভাবে ক্লাইন্ট এর কাজ করতে পারবো সব শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দেওয়া হবে।
Keyword কে পুরোপুরি ভাজা ভাজা করে গিলে খেয়ে ফেলবো, ফ্রি টুলস দিয়ে কীভাবে কীওয়ার্ড বের করতে পারবে তা কমপ্লিট ভাবে বুঝিয়ে দেওয়া হবে। যেকোন ওয়েবসাইট ব্লগ এর জন্য কিভাবে হাজার হাজার কীওয়ার্ড বের করা যায়, তুমি আমি মিলে দেখে শিখে নেবো। KGR আর KDP কীওয়ার্ড টা ও বাদ যাবে কেনো। Niche , Targeted Keywords আর Relevent Keywords গুলো কে মস্তিষ্কে গেথে নিবো যেন পরের পার্ট গুলো পানি পানি হয়ে যায়।
এবার পালা ক্লাইন্ট প্রজেক্ট দেখে এসাইনমেন্ট করার, খুব সহজে দেখে নিবো , কেমন কীওয়ার্ড ক্লাইন্ট ভালোবাসে আর কেমন কীওয়ার্ড দিয়ে ক্লাইন্ট কে পটানো যায় , দেখে পরের দিন করে নিবে এসাইনমেন্ট দেখে দিবো আমি আর ভুল গুলো খুব সুন্দর করে মার্ক করে দেখিয়ে দিবো যেন কোন ভুল না হয়ে যায়।
Keyword এর কেচ্ছা খতম এবার আসবো এই কীওয়ার্ড নিয়ে কিভাবে কন্টেন্ট লিখে দেবো, যে কন্টেন্ট Google ভালোবাসে এবং তাকে আদর করে SEO Optimise কন্টেন্ট বলা হয়। ব্যস ২ক্লাসে কন্টেন্ট বুঝে নেবো।
তারপর একটা ওয়েবসাইটের সার্জারি করে দেখে নিবো কি কি থাকে ওয়েবসাইটে , ওয়েবসাইটের কোন কোন জিনিস জানা দরকার একজন এস ই ও এক্সপার্ট হতে হলে। Domain,Hosting, WordPress, Shopify, Wix, Squarespace বাদ যাবে না কিছু ই।
On Page এর সবকিছু জেনে নিবো, সব মানে সব URl থেকে শুরু করে Keyword Density পর্যন্ত । Yoast SEO, Rankmath, All in SEO বাদ যাবেনা কিছুই , দাড়ান কোন ধরনের প্লাগিন ছাড়া অন পেইজ টা শিখে নেবো যেন কোন ক্লাইন্ট না আটকে রাখতে পারে।
এবার দেখার পালা ক্লাইন্ট এর ওয়েবসাইটে কেমন করে অন পেইজ করতে হয় আর করা হয়ে গেলে দেখে নেব সব ধরনের প্লাগিন আর প্লাগিন ছাড়া প্র্যাক্টিক্যাল দেখিয়ে দেবো যেন সব বুঝে কনফিডেন্ট থাকতে পারেন।
ব্যস চলে আসবে কন্টেন্ট আর অন পেইজ নিয়ে এসাইনমেন্ট , এসাইনমেন্ট টা ঠিক ভাবে করতে পারলেই তুমি হয়ে যাবে একজন অন পেইজ এস ই ও এক্সপার্ট আর রেডী হয়ে যাবে ক্লাইন্ট দের সার্ভিস দেওয়ার জন্য।
এবার আসা যাক আরো গভীরে, Technical SEO এর প্রতিটা পার্ট দেখিয়ে দিবো আমি সহজ করে কেমন করে Sitemap.Robots.txt.https,canonical tag, schema সহ সব কিছু যেন ওয়েবসাইট ইন্ডেক্স এ আপনি আর সময় বাকি থাকে।
Google Search Console সেটাপ টা শিখে নিয়ে নিজেই বুঝতে পারবে ওয়েবসাইটে কি সমস্যা হচ্ছে কি মেডিসিন এপ্লাই করতে হবে আর কিভাবে সেই মেডিসিন এপ্লাই করলে তাড়াতাড়ি কাজ করবে।
Googel Analytics সেটাপ করে একটা ট্রাফিক এর গোস্টি উদ্ধার করতে পারবে, কিভাবে কোথা থেকে কতজন ট্রাফিক ওয়েবসাইটে আসছে , কতসময় থাকছে সবকিছু। ক্লাইন্ট কে রিপোর্ট দেওয়া টা ও শিখে নিবে এই ফাকে।
এসাইনপমেন্ট টা ঝটপট করে নিবে আর তারপর রেডি হয়ে যাবে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনে।
Website এর Speed আর পেইজ স্পিড রকেটের মতো করে ফেলবে মাত্র ৩০ মিনিটের ক্লাস দেখে (সিক্রেট)
এবার আসা যাক সবচেয়ে কঠিন জিনিস কে ভাজা ভাজা করে সহজ করে নেওয়ার। Backlinks নিয়ে ১০ ঘন্টা ক্লাস হবে এবং দুনিয়ার যত ধরনের ব্যাকলিংক্স আছে সব করে ফেলতে পারবে খুব সহজে।
Guest Post , Haro, Wikipedia বাদ যাবেনা কিছুই ফ্রি এবং পেইড দুই মেথডের ব্যাকলিংক্ শিখে তুমিও হয়ে উঠবে ব্যাকলিংক বস
SEO Overview ক্লাসে আমি আমার ট্রিক্স বলে দেবো কিভাবে আমি ৩০০০+ ওয়েবসাইট র্যাংকে নিয়ে আসলাম আর হ্যা তুমি পেয়ে যাবে SEO Action Plan.
Course Content
A Clear Concept of SEO in 2022
-
Introduction class
54:58 -
Quiz About Introduction class